Ananda Khobor(2): প্রধানমন্ত্রী আবাস যোজনায় 'দুর্নীতি', 'জনরোষের' ভয়ে মুর্শিদাবাদে গণইস্তফা

Continues below advertisement

প্রধানমন্ত্রী আবাস যোজনায় 'দুর্নীতি', 'জনরোষের' ভয়ে মুর্শিদাবাদে গণইস্তফা। ভরতপুরের মালিহাটি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান-সহ ১৭জনের ইস্তফা। ভরতপুরে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, সদস্য-সহ ১৭ তৃণমূল নেতার ইস্তফা। আবাস যোজনায় 'দুর্নীতি', জনরোষে পড়ার আশঙ্কায় পদত্যাগের দাবি। বুকে ব্যথা নিয়ে পদত্যাগ করছি, কাঁদতে কাঁদতে ইস্তফা দিলেন পঞ্চায়েতের প্রধান। গরিব, মাটির ঘর, অথচ তালিকায় নাম নেই, মানলেন পঞ্চায়েত প্রধান। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram