Ananda Khobor : 'বাংলার মানুষকে ভিখারি বানিয়ে দিয়েছে তৃণমূল', তীব্র সমালোচনা দিলীপের
নাম না করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তীব্র সমালোচনায় দিলীপ ঘোষ। 'বাংলার মানুষকে ভিখারি বানিয়ে দিয়েছে তৃণমূল'। '৫০০ টাকার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ায় মানুষ'। 'বাংলার মানুষ কিছুই পায়নি বলে ৫০০ টাকার জন্য লাইনে দাঁড়ায়'। 'নরেন্দ্র মোদি রেশন, বাড়ি, শৌচালয় দিয়েছেন, কাউকে লাইনে দাঁড়াতে হয়নি'। সুশাসন কাকে বলে দেখিয়ে দিয়েছেন মোদি, মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির।
Tags :
Bangla News Bangla News Live Bengali News TMC ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News DILIPGHOSH