আনন্দ লাইভ: একদিনে ১৪ হাজারেরও বেশি নতুন করে সংক্রমণ রাজ্যে, মৃত ৫৯

Continues below advertisement

রাজা হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা পেরল ১৪ হাজার। শনিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় এ রাজ্যে নতুন করে করোনার সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ২৮১ জন ।  তার মধ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৯ জনের । শুধুমাত্র কলকাতায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭০ জন, মৃত ২০ । উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ২ হাজার ৮২১ জন, মৃত ১২ । গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা বাড়াল ৬ হাজার ৬৩৮ । এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮১ হাজার ৩৭৫ ।

এবিপি আনন্দে খবরের জেরে প্রায় ৭ ঘণ্টা পর্রর মৃতের দেহ নিয়ে গেল পুরসভা। আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় উপসর্গহীন রোগীর। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। অভিযোগ বারবার জানানো সত্ত্বেও দেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করেনি পুরসভা। অবশেষে প্রায় ৭ ঘণ্টা পরে দেহ নিয়ে যায় পুরসভা। 

জঙ্গিপুর হাসপাতালে করোনা পরীক্ষার নামে কার্যত প্রহসন চলছে। কোনও স্বাস্থ্যকর্মী নন, করোনা পরীক্ষার জন্য রোগীকে নিজের নমুনা নিজেকেই সংগ্রহ করে দিতে হচ্ছে। সোয়াবের নমুনা রাখার জন্য নেই নাম্বারিং করা সরঞ্জামও। তাই রিপোর্ট গণ্ডগোল হওয়ারও থাকছে আশঙ্কা। এই পরিস্থিতি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি ক্ষুব্ধ রোগীরা। এবিপি আনন্দে এই খবর সম্প্রচারের পরেই নড়েচড়ে বসল জেলা প্রসাশন। মুখ্য স্বাস্থ্য আধিকারিক ফোন করলেন হাসপাতালের ডেপুটি সুপারকে। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে তৎপর পুলিশ। নিউ মার্কেট, লিন্ডসে স্ট্রিট, ধর্মতলা মেট্রো স্টেশন চত্বরে অভিযান। মাস্ক না পরায় এপর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মতলাতেও অভিযান চালায় পুলিশ। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন চত্বরে ধরপাকড় চলে। নিউটাউনের সাপুরজি বাজারে করোনা আবহেও সেখানে অসচেতনতার ছবি। কারও থুতনির নীচে মাস্ক, কারোর আবার মাস্ক রয়েছে পকেটে। ক্যামেরা দেখার পর অনেকেই তড়িঘড়ি পরে নিলেন মাস্ক।

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram