Ananda Live: সিবিআইকে শর্ত অনুব্রত-র, মাও-আতঙ্কের মধ্যেই বেলপাহাড়ির জঙ্গলে খুন, মাওবাদী সন্দেহে বোলপুরে গ্রেফতার ২ ।Bangla News

Continues below advertisement

জোড়া মামলায় হাজিরা নিয়ে সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে চিঠি অনুব্রতর শর্ত দিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তাঁর শর্ত ২১ মে-র পরে কথা বলে যেখানে ঠিক হবে, সেখানে জিজ্ঞাসাবাদ হবে। তাঁর আইজীবি মারফৎ জানান ২১ মে-র পর কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য তৈরি থাকব। সিবিআই সূত্রে জানা ‌যাচ্ছে চিঠি নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে সিবিআই। তাঁরা জানান, আলোচনার পরে জায়গা ঠিক করে জিজ্ঞাসাবাদ করতে পারবেন।

বঙ্গ বিজেপিতে অভিজ্ঞতা সংঘাত বিতর্কে এবার ভিন্ন সুর বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।  কলকাতা থেকে দিল্লি যাওয়ার পথে বিমানবন্দরে তিনি জানান, সুকান্ত মজুমদারের অভিজ্ঞতা কম, একসময় তাঁরও কম ছিল। রাজনীতিতে কাজ করতে করতেই অভিজ্ঞতা বাড়ে। 

মাও-আতঙ্কের মধ্যেই বেলপাহাড়ির জঙ্গলে খুন!

মাওবাদী সন্দেহে বীরভূমের বোলপুর ও শান্তিনিকেতন থেকে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের একজন বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র, অন্যজন বর্ধমান মেডিক্যাল কলেজের পড়ুয়া। আজ খাতরা মহকুমা আদালত ধৃতদের ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।  এরইমধ্যে ঝাড়গ্রামে উদ্ধার হয়েছে মাওবাদীদের নামে পোস্টার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram