আনন্দ লাইভ: রামপুরহাট হত্যাকাণ্ডে বিনা অনুমতিতে জামিন ২ নাবালকের, জামিন খারিজের আবেদন CBI-এর ।Bangla News

ভর সন্ধ্যায় বহরমপুরে অস্ত্র হাতে নৃশংস তাণ্ডব,ছাত্রীকে কুপিয়ে খুন। অস্ত্র নিয়ে হামলাকারীর হুমকি, ভয়ে পিছিয়ে গেলেন প্রত্যক্ষদর্শীরা। মেস থেকে ছাত্রীকে ডেকে নিয়ে এসে হামলার অভিযোগ। প্রণয়ঘটিত কারণে ছাত্রীর উপরে হামলা, অনুমান স্থানীয়দের। নিহত ছাত্রী মালদার বাসিন্দা, আততায়ীও মালদার, সন্দেহ পুলিশের।

তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নির্দেশেই বোমা বাঁধছিলেন রতন, খেজুরি বিস্ফোরণ নিয়ে বিশেষ আদালতে দাবি এনআইএ-র। রতন প্রামানিককে উড়িষ্যা থেকে গ্রেফতার করা হয়েছিল। আজই কলকাতা নিয়ে আসা হয়েছে তাকে। এবং এনআইএ স্পেশাল কোর্টে তার হেফাজতের আর্জি জানিয়েছে তদন্তকারী দল।

রামপুরহাট হত্যাকাণ্ডে ধৃত ২ নাবালক জুভেনাইল কোর্ট থেকে জামিন পেয়েছে। সেই ঘটনার উল্লেখ করে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, কেস ডায়েরি না দেখে, সিবিআইয়ের মতামত না নিয়ে ২ নাবালককে জামিন দেওয়া হয়েছে। ওই ২ নাবালকের মধ্যে একজনের নাম মৃত্যুকালীন জবানবন্দিতে রয়েছে বলে দাবি করেন সিবিআইয়ের আইনজীবী। নাবালকদের জামিন খারিজের আবেদন জানানো হয়। এরপর আদালত সিবিআইকে কেস ডায়েরি জমা দিতে বলে। আগামী ৯ মে পরবর্তী শুনানি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola