Ananda Live: বাঁশদ্রোণীতে শ্যুটআউটের ঘটনায় গ্রেফতার ৩, তদন্তে গুন্ডা দমন শাখা। Bangla News
প্রোমোটিং লড়াইয়ে বাঁশদ্রোণীতে শ্যুটআউট, গ্রেফতার ৩। দিনেদুপুরে প্রোমোটারের অফিসে ঢুকে গুলি, আহত ২। গ্রেফতার শম্ভু সর্দার, অরিজিৎ পোদ্দার, শেখ সাহিদ। বাঁশদ্রোণী, রিজেন্ট পার্ক এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। ধৃতদের কাছ থেকে পিস্তল উদ্ধার করল গুন্ডা দমন বাহিনী। দু’পক্ষের শ্যুটআউট, ২ প্রোমোটার মলয় দত্ত-বাচ্চা সিংহ গুলিবিদ্ধ।
ফলতায় সস্ত্রীক ইঞ্জিনিয়ারকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত প্রধান সমস্ত অভিযোগ অস্বীকার করে উল্টে দায়ী করলেন ইঞ্জিনিয়ার কুন্তল মজুমদারকেই। এই প্রসঙ্গে কুন্তল মজুমদার বলেন, ‘উনি আমায় মারলেন, দু’লক্ষ টাকা দেওয়ার জন্য চাপ দিলেন এখন বলছেন আমি মিথ্যে বলছি’। ‘আমি ওঁকে মারতে গেছি, এসব কিছুই ঘটে নি’। ‘নয়ানঝুলি ভরাট করার কথা বলছেন পেপার দেখাতে পারবেন?’ ‘ওটা একটা খালি জমি, ওটা আমার লিজে নেওয়া’। লিজের পেপারে পঞ্চায়েত প্রধানেরই স্বাক্ষর আছে’।
গাড়ি ব্যবসায়ীর বাড়িতে অভিযানে গিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল খোদ পুলিশের বিরুদ্ধে। ব্যবসায়ীর স্ত্রীকে মারধর, ভাঙচুর, টাকা লুঠেরও অভিযোগ। মালদার বৈষ্ণবনগরের শরিয়তটোলার ঘটনা। মারামারির ঘটনায় গাড়ি ব্যবসায়ীর বাড়িতে শুক্রবার অভিযানে যান বৈষ্ণবনগর থানার এএসআই নইমুদ্দিন শেখ। ব্যবসায়ীর অনুপস্থিতিতে পুলিশ তাঁর বাড়িতে তাণ্ডব চালায় বলে অভিযোগ। অভিযুক্ত পুলিশ অফিসার ফোন ধরেননি। ঘটনার তদন্ত শুরু হয়েছে, জানিয়েছে জেলা পুলিশ। পশ্চিমবঙ্গের পুলিশ দুর্নীতিগ্রস্ত, দাবি বিজেপির। আইনশৃঙ্খলা পরিস্থিতি গোটা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলা, পাল্টা দাবি তৃণমূলের।