আনন্দ লাইভ: আনিস খানের দ্বিতীয়বার ময়নাতদন্তে রাজি পরিবার, তদন্তকারীদের কাছে সময় চাইলেন বাবা | Bangla News

Continues below advertisement

দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য রাজি হল আনিস খানের (Anish Khan) পরিবার। দেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের নোটিস। কাল ভোরে কবর থেকে দেহ তুলে ফের ময়নাতদন্তের নোটিস। অসুস্থতার কারণে তদন্তকারীদের কাছে দুই দিন সময় চাইলেন আনিসের বাবা।

এপ্রসঙ্গে আনিস খানের বাবা সালেম খান বলেন, "আমি অসুস্থ। সোমবার অবধি আমি সময় চাইছি।"

এদিকে, আনিস-খুনের বিচার চেয়ে বাম ছাত্র-যুবদের আমতা থানা (Amta Police Station) অভিযান ঘিরে ধুন্ধুমার বেঁধে যায়। আহত হন কয়েকজন পুলিশকর্মী। একাধিক বাম ছাত্র সংগঠনের ডাকা ভবানী ভবন অভিযানের আগেই গ্রেফতার করা হয় বিক্ষোভকারীদের। পথে নামেন যাদবপুরের অধ্যাপকরাও।

রাজ্যে নিম্নমুখী সংক্রমণ। কোভিড অ্যাডমিশন সেল বন্ধ করার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর (State Health Department)। করোনা আক্রান্তদের হাসপাতালে ভর্তির পর তাঁদের খোঁজখবর নিতে সেল। করোনার প্রথম ঢেউয়ের সময় খোলা হয়েছিল বিশেষ সেল। একমাসের পর বন্ধ হচ্ছে কোভিড অ্যাডমিশন সেল।

অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের কাঁথি (Kanthi) পুরসভার ১৪ জন বিজেপি প্রার্থী ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী পাবেন। বিজেপি প্রার্থীদের আবেদন মঞ্জুর করল হাইকোর্ট (Calcutta High Court)। তবে নিরাপত্তারক্ষীর খরচ প্রার্থীদেরই দিতে হবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। আর এই নিয়েই বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram