Ananda Live: 'মন্ত্রী হতে পারনি বলে পুরনো দলে ফেরার ইচ্ছা?', রাজীবের পোস্টের পাল্টা সৌমিত্র খাঁ-র কটাক্ষ
বিজেপির (BJP) বিরুদ্ধে এবার বিস্ফোরক রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। ফেসবুকে তিনি লিখেছেন, "মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বিরোধিতা করতে গিয়ে ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না।" এই নিয়েই তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তরজা। রাজীব বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করেছেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)। "মন্ত্রী হতে পারোনি বলে পুরনো দলে ফিরতে ইচ্ছে করছে? ৪২ হাজার ভোটে হারের পর মনে পড়ল? ৪২ জনেরও বেশি কর্মীর মৃত্যু, চুপ থাকা মানেই শাসককে সমর্থন", রাজীবের উদ্দেশে ফেসবুকে বিষ্ণুপুরের বিজেপি সাংসদের কটাক্ষ। পাশাপাশি করোনার (Corona) ৩ ধরনের ভ্যাকসিনের দাম বেঁধে দিল কেন্দ্রীয় সরকার। ৭৮০ টাকায় কোভিশিল্ড দিতে পারবে বেসরকারি হাসপাতাল। ১,৪১০ টাকায় কোভ্যাকসিন এবং ১,১৪৫ টাকায় স্পুটনিক দিতে পারবে বেসরকারি হাসপাতাল। গতকালই টিকাকরণের সার্ভিস চার্জ ১৫০ টাকা বেঁধে দেয় কেন্দ্র। নির্ধারিত দামের বেশি নিলেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কেন্দ্রের।