আনন্দ লাইভ: ১২ এপ্রিলেই দুই কেন্দ্রে উপনির্বাচন, পরিবর্তন এল উচ্চ মাধ্যমিকের সূচিতে | Bangla News
১২ এপ্রিল আসানসোল (Asansol) লোকসভা এবং বালিগঞ্জ (Ballygunge) বিধানসভায় ভোটগ্রহণ। যার জেরে ফের বদল করা হল উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি। নতুন সূচি ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির কথায় উপ নির্বাচনের নির্ঘণ্ট তৈরি করা হয়েছে। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি।
তৃণমূলের একাংশ ও বিজেপির সমর্থন নিয়ে পশ্চিম মেদিনীপুরের খড়ার পুরসভার চেয়ারম্যান হয়েছিলেন। দল থেকে বহিষ্কৃত হতেই, চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অদ্যুত মণ্ডল। দাবি করেছেন, যাঁরা তাঁকে সমর্থন করেছেন, তাঁদের ওপর যাতে ভবিষ্যতে কোনও আঁচ না পড়ে তাই এই সিদ্ধান্ত। এনিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণার আগে তৃণমূল কাউন্সিলরকে নিয়ে দলীয় কর্মী-সমর্থকদের উল্লাস। তা নিয়ে বিতর্ক বাধল উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে। দলের কাউন্সিলরকে ভর্ত্সনা তৃণমূল নেতার। পাল্টা জবাব দিয়েছেন কাউন্সিলর। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
রানাঘাট পুরসভায় বোর্ড গঠন হয়েছে অর্থের বিনিময়ে! টাকা দিয়ে পদ কিনেছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান! সোশাল মিডিয়ায় তৃণমূলের নামে এমন পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক। তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। শাসক দলের দাবি, পুরোটাই বিরোধীদের অপপ্রচার।
জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ৩টি পুরসভাই দখল করেছে তৃণমূল। তিনটি পুরসভার ৫৭টি ওয়ার্ডের মধ্যে শুধু মালবাজারে ১টি ওয়ার্ডে জিতেছে বিজেপি। যা নিয়ে পুরভোটে দেদার ছাপ্পার অভিযোগে বিজেপি সরব হয়েছে। অভিযোগ অস্বীকার করে পাল্টা জবাব দিয়েছে শাসকদল।
শত্রুঘ্ন সিন্হাকে প্রার্থী করায় তৃণমূলকে কটাক্ষ করেন অর্জুন সিংহ। পাল্টা, অর্জুন সিংহকে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু। দলে দর বাড়ানোর জন্য এই সব কথা বলছেন। জবাব অর্জুন সিংহর।
বদলি হয়ে আসা শিক্ষিকাকে কাজে যোগ দিতে না দেওয়ার অভিযোগ। সেই অভিযোগে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের স্কুলের প্রধান শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট। ২১ মার্চ ওই প্রধান শিক্ষককে এজলাসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
হাওড়ার উলুবেড়িয়ায় (Uluberia) চোলাইয়ের ভাটিতে আবগারি ও পুলিশের যৌথ অভিযানে তুলকালাম। বাহিনীকে লক্ষ্য করে বোমাবাজি, ইটবৃষ্টি। নদীপথেও লঞ্চ নিয়ে অভিযান পুলিশের। বাজেয়াপ্ত ৬টি নৌকা, বিপুল পরিমাণ চোলাই মদ ও বেআইনি মদ তৈরির সামগ্রী।