আনন্দ লাইভ: রাজ্যে দৈনিক করোনা আক্রান্ত ১৯ হাজার পার, জেলায় জেলায় এখনও অসচেতনতার ছবি স্পষ্ট | Bangla News

Continues below advertisement

এসএসসি চেয়ারম্যানকে (SSC Chairman) অপসারণের সুপারিশ হাইকোর্টের (Calcutta High Court)। শিক্ষা দফতরকে চেয়ারম্যান অপসারণের বিষয় খতিয়ে দেখার নির্দেশ। চেয়ারম্যানের যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ সিঙ্গল বেঞ্চের। ভুলের মাশুল হিসেবে অপসারণের সুপারিশ হাইকোর্টের। এসএলএসটি (SLST) নবম-দশম শ্রেণির নিয়োগে ভুলের দায়ে নির্দেশ। ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের। ‘এসএমএসে কীভাবে ৩দিন আগে কাউন্সেলিংয়ের বার্তা? কেন মেল বা স্পিড পোস্টে পাঠানো হয়নি নিয়োগের সুপারিশপত্র?', মামলাকারীকে কাউন্সেলিংয়ের সুযোগে দিতে নির্দেশ কমিশনের। কোন ধরনের চেয়ারম্যান? প্রশ্ন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের। মেধা তালিকার পিছনে থাকাদের নিয়োগপত্র পাওয়ায় হাইকোর্টে মামলা।

এদিকে, রাজ্যে একদিনে করোনা (Corona) আক্রান্ত কমে ১৯ হাজার ২৮৬। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে ১৬জনের মৃত্যু। কলকাতায় (Kolkata) একদিনে ৫ হাজার ৫৫৬জন সংক্রমিত, ৪জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় একদিনে ৪ হাজার ২৯৭জন সংক্রমিত, ২জনের মৃত্যু। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ১ হাজার ২৫৫জন সংক্রমিত, ৩জনের মৃত্যু হয়েছে। পূর্ব বর্ধমানে একদিনে ৬১৬জন করোনা আক্রান্ত, ২জনের মৃত্যু। পশ্চিম বর্ধমানে একদিনে ১ হাজার ৮জন সংক্রমিত, ২জনের মৃত্যু। পাশাপাশি, রাজ্যে গতকালের তুলনায় কমল করোনা টেস্টের সংখ্যাও।

অন্যদিকে, বাড়ছে সংক্রমণ। করোনা রোধে ১৫ জানুয়ারি অবধি বীরভূমের (Birbhum) রামপুরহাট শহরে দোকান-বাজার একবেলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কিন্তু এতকিছু সত্বেও হুঁশ নেই সাধারণ মানুষের। দেখা গেল বিধি অমান্যের সেই ছবি।

রাজ্যে আজ থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হল। প্রথম দিনই পুরুলিয়ার (Purulia) দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশৃঙ্খলা। লাইনে দাঁড়িয়েও প্রিকশন ডোজ না পাওয়ার অভিযোগ ষাটোর্ধ্বদের। অগ্রাধিকার ফ্রন্টলাইন ওয়ার্কারদের। দাবি জেলা স্বাস্থ্য দফতরের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram