Coronavirus Updates: আনন্দ লাইভ: ৪০ ডাক্তার, ২৫ নার্স-সহ ১১০ জন করোনা আক্রান্ত, ভেঙে পড়ার মুখে ডায়মন্ড হারবার মেডিক্যালের পরিষেবা| Bangla News
রাজ্যে একদিনে করোনা (COVID 19) আক্রান্ত সাড়ে ১৫ হাজারের কাছে। মৃত্যু বেড়ে ১৯। দৈনিক সংক্রমণের প্রায় অর্ধেক কলকাতায়। মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা। কলকাতা, উঃ ২৪ পরগনার সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি। হাওড়া, হুগলি, দঃ ২৪ পরগনাতেও ঊর্ধ্বমুখী সংক্রমণ।
করোনার কবলে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ। কার্যত ভেঙে পড়ার মুখে ডায়মন্ড হারবার মেডিক্যালের পরিষেবা। ৪০ ডাক্তার, ২৫ নার্স-সহ ১১০ জন করোনা আক্রান্ত। কীভাবে সচল রাখা যাবে পরিষেবা? উদ্বিগ্ন কর্তৃপক্ষ।
কিছু বিধি মেনে গঙ্গাসাগর মেলা করতে চায় রাজ্য। জানালেন অ্যাডভোকেট জেনারেল। ‘৭১.৮৭ শতাংশ মানুষ প্রথম ডোজ পেয়েছেন। ৪৯.৫১ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছেন। সাগরদ্বীপের সব বাসিন্দার টিকাকরণ হয়েছে। ডায়মন্ডহারবার এলাকায় কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ৬-১৫ জানুয়ারি মেলা হবে। রাজ্য আশা করছে ৫ লক্ষ মানুষ আসবে। ৫০ হাজার সাধু আসতে পারেন। ৩০ হাজার সাধু-সন্ত ইতিমধ্যে এসেছেন। ২ কিমি এলাকাজুড়ে এই মেলা হচ্ছে। ১০০০০ পুলিশ থাকবে যাদের সম্পূর্ণ টিকাকরণ হয়েছে। ৫০০০ স্বেচ্ছাসেবক থাকবেন যাদের সম্পূর্ণ টিকাকরণ হয়েছে। মন্দির থেকে ২৫০ মিটারে হাসপাতাল আছে। কিছু দূরে আরও একটি হাসপাতাল আছে। ২৩৫ টি শয্যা নিয়ে সেফ হাউস তৈরি করা হয়েছে। আদালতে জানালেন অ্যাডভোকেট জেনারেল।