Ananda Live: রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কাজের টেন্ডার নিয়ে দুই বিধায়কের সংঘাত। Bangla News
বিচারব্যবস্থায় একজন-দু’জন এমন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে কাজ করছেন। হলদিয়ার সভা থেকে আজ এভাবেই বিচারব্যবস্থার একাংশকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার সমালোচনা করেছে বিরোধীরা। আদালতের অবমাননা, বলছেন আইনজীবীদের একাংশ। যদিও নিজের মন্তব্যে অনড় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
তুমি অকৃতদার নয়, তুমি অকৃতজ্ঞ। হলদিয়ার সভা থেকে নাম না করে ফের এভাবেই শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লির তল্পিবাহক বলেও কটাক্ষ করেন তিনি। কয়লার টাকা কার অ্যাকাউন্টে ঢুকতো? পাল্টা প্রশ্ন শুভেন্দু অধিকারীর।
বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনের বিরুদ্ধে শিলিগুড়িতে ফ্লেক্স পড়া নিয়ে বিতর্ক! ফ্লেক্সে মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়কের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তোলা হয়েছে। এর নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন বিজেপি বিধায়ক। পাল্টা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কাজের টেন্ডার নিয়ে দুই বিধায়কের সংঘাত। পঞ্চায়েত সমিতির অফিসে তালা ঝোলালেন তৃণমূল সদস্যরা। দুর্নীতি ইস্যুতে যুযুধান দুই বিধায়ক। কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।