আনন্দ লাইভ: পানিহাটির নিহত কাউন্সিলরের বাড়িতে গিয়ে অর্জুন সিংহকে নিশানা ফিরহাদ হাকিমের | Bangla News

আজ পানিহাটিতে নিহত দলীয় কাউন্সিলরের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহকে আক্রমণ করেন তিনি। পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন অর্জুন সিংহ। 

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে আজ ৬ সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হল। SIT’র নেতৃত্বে থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার অপারেশনস।

টাকা দিলেই তৃণমূলে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হওয়া যায়। বিস্ফোরক অভিযোগ করলেন বনগাঁর (Bongaon) ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান কৃষ্ণা রায়। দলবিরোধী কেউ কিছু বলেছে কি না জানা নেই। অভিযোগ এলে খতিয়ে দেখব। মন্তব্য করেছেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ।

পূর্ব বর্ধমানের কালনায় চেয়ারম্যানের পদ নিয়ে তুমুল অশান্তি। ভোটাভুটিতে দলের মনোনীত চেয়ারম্যানকে ১২-৪ ভোটে হারালেন ভাইস চেয়ারম্যান। প্রকাশ্যে মন্ত্রী স্বপন দেবনাথের সঙ্গে তর্কাতর্কি, ধস্তাধস্তি হয়। দল বিরোধী কাজের অভিযোগে তৃণমূল থেকে বহিষ্কৃত হলেন ভাইস চেয়ারম্যান।

পশ্চিম মেদিনীপুরের খড়ার পুরসভায় আজ ভোটাভুটিতে তৃণমূল মনোনীত চেয়ারম্যান সন্ন্যাসী দলুইকে হারিয়ে দেন দলেরই ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অদ্যুত মণ্ডল। তাঁকে ভোট দেন খড়ার পুরসভার ২ বিজেপি কাউন্সিলর। অস্বস্তির মুখে অদ্যুত মণ্ডলকে বহিষ্কার করেছে তৃণমূল।

মাথাভাঙা পুরসভায় বোর্ড গঠন ঘিরে দেখা দিল উত্তেজনা। দলের বিরুদ্ধে গিয়ে, অন্য একজনের নাম চেয়ারম্যান হিসেবে প্রস্তাব করেন এক তৃণমূল কাউন্সিলর। প্রতিবাদে পুরসভার বাইরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীদেরই একাংশ। পরিস্থিতি সামাল দিতে হল পুলিশকে।

মুর্শিদাবাদের বহরমপুর পুরসভায় চেয়ারম্যান হিসেবে ঘোষিত হল তৃণমূলের শহর সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের নাম। বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে অধীর চৌধুরীকে উৎখাতের হুঙ্কার দিয়েছেন নব ঘোষিত চেয়ারম্যান। পাল্টা কটাক্ষ করেছে কংগ্রেস।

কাঁথি পুরসভার চেয়ারম্যান পদে শপথ নিলেন তৃণমূল নেতা সুবল মান্না। স্থানীয় সূত্রে খবর, অতীতে দীর্ঘ সময় অধিকারী পরিবারের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন তিনি। এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌম্যেন্দু অধিকারী।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফেরা ডাক্তারি পড়ুয়াদের কোর্স শেষ করা ও কাজের দায়িত্ব নিল রাজ্য সরকার। অনুমোদন চেয়ে দিল্লিতে আধিকারিক পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী। হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola