Ananda Live : ৪৫ আসনের জিটিএ ও ত্রিস্তর শিলিগুড়ি মহকুমা পরিষদে কাল ভোট

Continues below advertisement

ষড়যন্ত্র করে, ভুয়ো নথি এবং তথ্য দিয়ে গুজরাত হিংসা মামলাকে প্রভাবিত করার অভিযোগ। সমাজকর্মী তিস্তা শীতলওয়াড়কে মুম্বই থেকে গ্রেফতার করল গুজরাত পুলিশের এটিএস। গুজরাতের গাঁধীনগর থেকে প্রাক্তন আইপিএস আর বি শ্রীকুমার-কেও হেফাজতে নিয়েছে পুলিশ।

গুজরাত হিংসা মামলায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেওয়া SIT-এর ক্লিনচিট বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এই রায়কে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অভিযোগ, নরেন্দ্র মোদির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যে অভিযোগ করা হয়েছিল। কাকে রাজধর্ম পালন করতে বলেছিলেন প্রয়াত অটলবিহারী বাজপেয়ী? পাল্টা প্রশ্ন তুলেছে বিরোধীরাও।

বিদ্রোহে টলমল মহারাষ্ট্র। উদ্ধব ঠাকরের দাবি, যে কেউ যেতে পারেন, আটকানো হবে না। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, বিজেপির হাত ধরার প্রশ্নই নেই।  বিদ্রোহীরা বালাসাহেব ও দলীয় প্রতীক ব্যবহার করতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাল্টা, শিণ্ডে গোষ্ঠীর দাবি, তাঁরাই আসল শিবসেনা।

১০ বছর পর পাহাড়ে হতে চলেছে নির্বাচন। ৪৫ আসনের জিটিএতে আগামীকাল ভোট। মোর্চা, বিজেপি, জিএনএলএফ-সহ পাহাড়ের বেশ কিছু দল এবার লড়ছে না ভোটে। ত্রিস্তর শিলিগুড়ি মহকুমা পরিষদে কাল ভোট। লড়াই হবে চতুর্মুখী।

সঙ্গে অন্যান্য খবর...

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram