Ananda Live : 'বিজেপির কাছে বিক্রি হতে এসেছিলেন', হাওড়ার ঘটনায় বিধায়ক কেনাবেচার ইঙ্গিত দেবাংশুর

Continues below advertisement

এবার হাওড়ায় ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়িতে বান্ডিল বান্ডিল টাকা! পাঁচলা-রানিহাটি মোড়ে কংগ্রেস বিধায়কের বোর্ড লাগানো গাড়ি আটকাতেই নোটের বান্ডিল! গাড়িতে ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক, ডিকিতে রাশি রাশি টাকা! ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়কের গাড়িতে বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট! ‘কংগ্রেস বিধায়ক রাজেশ কচ্ছপ, নমন বিক্সল কোঙারি এবং ইরফান আনসারিকে জিজ্ঞাসাবাদ’। রাজেশ কচ্ছপ ঝাড়খণ্ডের খিজরি, নমন বিক্সল কোঙারি কোলেবিড়ার বিধায়ক । গাড়িতে লাগানো জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির নামে বোর্ড। কোথা থেকে কোথায় টাকা নিয়ে যাওয়া হচ্ছিল? জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বিপুল পরিমাণ টাকার কোনও নথি দেখাতে পারেননি অভিযুক্তরা, দাবি পুলিশের।

‘খুব ভুল না হলে টাকার বিনিময়ে বিজেপির কাছে বিক্রি হতে এসেছিলেন’। ‘বিজেপির নেতারা বলেছিলেন, মহারাষ্ট্রের পরেই টার্গেট রাজস্থান-ঝাড়খণ্ড’। ‘কে বলতে পারে কলকাতায় বসে ডিলিং হচ্ছিল না?’ ‘প্রতিবেশী রাজ্যের সরকার ফেলার ডিলিং হচ্ছিল না, কে বলতে পারে?’ ঝাড়খণ্ডে সরকার ফেলতে বিধায়ক কেনাবেচার ইঙ্গিত তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram