আনন্দ লাইভ: বারাণসী থেকে ফেরার সময় মাঝ আকাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান-বিভ্রাট, আতঙ্কিত যাত্রীরা | Bangla News
বারাণসী (Varanasi) থেকে ফেরার সময় মাঝ আকাশে মুখ্যমন্ত্রীর বিমান-বিভ্রাট। ৩৭ হাজার ফুট থেকে বেশ কয়েক হাজার নীচে নামল বিমান। কলকাতার আকাশে ঢোকার সময় মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বিমানে ‘বিভ্রাট’। এয়ার টার্বুল্যান্সে পড়ে হঠাৎ নেমে আসে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বিমান। রুট ক্লিয়ারেন্স নেওয়া হয়েছিল কিনা, জানতে চান ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, জানা যাচ্ছে সূত্র মারফত। হঠাৎ বিমান নেমে আসায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ‘রুট ক্লিয়ারেন্স ছিল, কিন্তু আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে বিভ্রাট’, মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে দাবি বিমানবন্দর কর্তৃপক্ষের। নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে।
ইউক্রেনের একের পর এক শহর লণ্ডভণ্ড। জল-স্থল-আকাশ, ৩ দিক ঘিরে হামলা চালাচ্ছে রাশিয়ার সেনা! যুদ্ধের মাঝে ইউক্রেন ছেড়ে বেরনোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন বহু ভারতীয়। অনেকে সীমান্ত পেরিয়ে পোল্যান্ড, রোমানিয়া কিংবা হাঙ্গেরিতে পৌঁছতে পারলেও, এখনও দেশে ফেরার বিমান পাননি। উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে পরিবারের।
পুরভোটে জেতার পর কোথায় পা রাখবেন ভাবছেন অনেক নির্দলই। তাঁদের মধ্যে আছেন গোবরডাঙা পুরসভার প্রাক্তন চেয়ারম্যানও। ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা বলেও নির্দল হিসেবে জয়ী হয়েছেন তৃণমূল নেতা। জয়ের পর কোন দলে আছেন সেই নিয়ে সংশয়ে ভুগছেন গোবরডাঙার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত। যদিও তাঁকে নিয়ে মন্তব্য করতে রাজি নন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।