Ananda Live: প্রথমবার সূর্যাস্তের পর লালকেল্লা থেকে জাতীর উদ্দেশে ভাষণ নরেন্দ্র মোদির। Bangla News

Continues below advertisement

সূর্যাস্তের পর লালকেল্লা থেকে প্রথমবার জাতীর উদ্দেশে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি। লালকেল্লায় গুরু তেগ বাহাদুরের ৪০০ আবির্ভাব দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বিশেষ কয়েন-ডাকটিকিট প্রকাশ করবেন প্রধানমন্ত্রী।

'হাইকোর্টে দু’জনের কথোপকথনের অডিও পেশ, শুনলেন বিচারপতি। হাঁসখালিকাণ্ডে নির্যাতিতার পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ। ২০১৮ সালের সাক্ষী সুরক্ষা প্রকল্প অনুযায়ী পরিবার ও মামলার সাক্ষীদের নিরাপত্তার ব্যবস্থা। “প্রকল্পে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে নিরাপত্তার জন্য আবেদন জানাবেন সাক্ষীরা। অযথা বিলম্ব না করে অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে”। জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

হাঁসখালিকাণ্ডে ভাইরাল অডিও, তদন্তে সিবিআই। ‘ব্রজ ফেঁসে গেছে, যা করার করেছে অন্য একজন’। ব্রজকে নির্দোষ দাবি, অন্যকে অভিযুক্ত করার অডিও ভাইরাল। ভাইরাল অডিও ক্লিপের নেপথ্যে কারা? তদন্ত শুরু সিবিআইয়ের। মূল অভিযুক্ত ব্রজ গয়ালির পাড়ায় গিয়ে ৩ প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ। তৃণমূল নেতার ছেলের পার্টিতে হাজির আরও একজনকে জিজ্ঞাসাবাদ। হাঁসখালিকাণ্ডে ব্রজর পরিচিত আরও ৬জনকে জিজ্ঞাসাবাদ। ৬জনকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে গেল সিবিআই। নির্যাতিতার জেঠতুতো দাদাকেও ফের জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram