Ananda Live: শূন্যপদে নিয়োগের দাবিতে নার্সিং চাকরিপ্রার্থীদের দ্বিতীয় দিনের বিক্ষোভে ধুন্ধুমার।Bangla News

Continues below advertisement

বাছাই প্রার্থীদের শূন্যপদে নিয়োগের দাবিতে নার্সিং চাকরিপ্রার্থীদের দ্বিতীয় দিনের বিক্ষোভ ঘিরে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ব্যারিকেড ভাঙার চেষ্টা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারী নার্সদের। বৃষ্টির মধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে পড়েন তাঁরা। ধস্তাধস্তিতে অসুস্থও হয়ে পড়েন এক বিক্ষোভকারী। বিক্ষোভকারী নার্সিং চাকরিপ্রার্থীদের দাবি, তাঁদের সঙ্গে কথা বলতে হবে রিক্রুটমেন্ট বোর্ডের কোনও প্রতিনিধিকে। সতর্ক করে বলপূর্বক বিক্ষোভকারী নার্সিং চাকরিপ্রার্থীদের সরিয়ে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। মোট ৯৩ জন বিক্ষোভকারীকে আটক করেছিল পুলিশ। প্রত্যেককেই রাত ৯ টার পর ছেড়ে দেওয়া হয়।  

বাছাই প্রার্থীদের শূন্যপদে নিয়োগের দাবিতে নার্সিং চাকরিপ্রার্থীদের দ্বিতীয় দিনের বিক্ষোভ ঘিরে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধুন্ধুমার। এই প্রসঙ্গে সুভাষ সরকার বলেন, ‘শিক্ষক নিয়োগে যেমন দুর্নীতি নার্স নিয়োগেও দুর্নীতি। সর্ব ক্ষেত্রে এই সরকারটা দুর্নীতিতে ভরে গেছে। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে এই কারণেই।‘

 

হাইকোর্টের নির্দেশে শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্তের প্রক্রিয়া শুরু। আদালতের নির্দেশের কপি পৌঁছল কোচবিহারের জেলা স্কুল পরিদর্শকের অফিসে। যে স্কুলে শিক্ষকতা করতেন অঙ্কিতা, সেই ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সেই কপি পাঠানো হয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, এতদিন যে বেতন পেয়েছেন অঙ্কিতা তার হিসেব জমা দেওয়া হবে। সেই অনুযায়ী তিনি টাকা ফেরত দেবেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram