আনন্দ লাইভ: আসন্ন পুরভোটে TMC প্রার্থী বদলের দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ-অবরোধ | Bangla News

Continues below advertisement

তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে ভোটকুশলী সংস্থার বিরোধ? ১০৮টি পুরসভার তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বেনজির বিভ্রাট। ‘ওয়েবসাইটে দেওয়া প্রার্থী তালিকা চূড়ান্ত নয়। পার্থ-সুব্রত বক্সীর সই করা প্রার্থী তালিকাই চূড়ান্ত। যে তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমোদন রয়েছে’, জানাল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। চূড়ান্ত তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে জেলা সভাপতিদের কাছে। চূড়ান্ত না হওয়া সত্ত্বেও কেন তালিকা প্রকাশ? সূত্রের খবর, তা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে ক্ষোভ।

প্রার্থীতালিকা প্রকাশ হতেই একাধিক জায়গায় বিক্ষোভ তৃণমূলের (TMC) একাংশের। মালবাজারে (Malbazar) প্রার্থী-বিক্ষোভে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ। ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী পুলিন গোলদারের বিরুদ্ধে স্লোগান। কোচবিহারেও (Cooch Behar) ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ। উত্তর ২৪ পরগনার খড়দাতেও বিক্ষোভ দলেরই একাংশের। বিটি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ। বাঁকুড়ায় ১৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরকে নিয়ে বিক্ষোভ। পরোক্ষে দল ছাড়ারও হুমকি।

"তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থীতালিকা নিয়ে অসন্তোষ খুব স্বাভাবিক ব্যাপার। তৃণমূলের প্রার্থী হওয়া মানে সেই এলাকার সবকিছুর ওপর অধিকার জন্মে যাওয়া। পাঁচ বছরে লাভবান হওয়ার লড়াই। আগামীদিনে তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই আরও বাড়বে', তৃণমূলের প্রার্থীতালিকা নিয়ে বিভ্রাট প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)।

তৃণমূলের এই বিক্ষোভকে কটাক্ষ করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, "তৃণমূল কংগ্রেস কার্যত ক্ষমতা দখলের জতুগৃহে পরিণত করেছে নিজেদের। প্রার্থীতালিকা প্রকাশের পর যে বিক্ষোভ হচ্ছে তা দল করার জন্য নয়, এই বিক্ষোভ কে কত তোলাবাজি করতে পারবে, কার সঙ্গে পুলিশের সম্পর্ক ভালো থাকবে, কে ক্ষমতা দখল করবে সেই নিয়ে বিক্ষোভ।"    

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram