আনন্দ লাইভ: কাল রাজ্যের দুটি বুথে পুনর্নিবাচন, যা নিয়ে শুরু রাজনৈতিক বাদানুবাদ | Bangla News

Continues below advertisement

কাল রাজ্যের ২টি বুথে পুনর্নির্বাচন হবে। ফের ভোট হবে শ্রীরামপুর ও দক্ষিণ দমদম পুরসভার দু’টি বুথে। আজ রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান রাজ্য নির্বাচন কমিশনার। সূত্রের খবর, রাজ্যপাল তাঁর কাছে জানতে চান, ভোটে এত সন্ত্রাস কেন হল?

বিজেপির ডাকা বনধের জেরে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তি। গেরুয়া শিবির বনধ সফল বলে দাবি করলেও, মানতে নারাজ তৃণমূল। ভেজিটেরিয়ান নয়, জঙ্গি আন্দোলন প্রয়োজন। সাওয়াল অর্জুন সিংহের। পঞ্চায়েত ভোটে ছাপ্পা মারা হলে, ব্যালট বক্স পুকুরে ফেলবেন। বেফাঁস মন্তব্য শুভেন্দুর।

বিজেপির বন্‍‍ধকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায় বিধাননগর স্টেশনে। রেল লাইনের উপর বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। লাইনে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করা হয়। বন্‍‍ধের সমর্থনে পথে নেমে গ্রেফতার হন দুই বিজেপি কাউন্সিলর। বিজেপির বন্‍‍ধের কোনও প্রভাবই পড়েনি, বলে দাবি করেছে তৃণমূল।

বাসস্ট্যান্ডে বিক্ষোভ থেকে জাতীয় সড়ক অবরোধ। বিজেপির ডাকা বনধে উত্তেজনা ছড়াল বালুরঘাটে। অবরোধে নেতৃত্ব দিলেন সুকান্ত মজুমদার। বিক্ষোভকারীদের অনেককে চ্যাংদোলা করে সরিয়ে দিল পুলিশ। বনধে প্রভাব পড়েনি। মন্তব্য তৃণমূলের।

নিজের গড়ে আজও তৃণমূল আটকাল অধীর চৌধুরীকে। বহরমপুরে ঝাঁটা হাতে বিক্ষোভ শাসকদলের। স্থানীয় সাংসদকে ঘিরে দেওয়া হল গো ব্যাক স্লোগান। ভোটের পর কংগ্রেস কর্মীদের মারধর করছে তৃণমূল। অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির। পাল্টা জবাব দিয়েছে শাসকদল।

হাইকোর্টের নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্ত হল আনিস খানের দেহের। তবে আজও ছাত্রনেতার ময়নাতদন্ত করা নিয়ে জটিলতা তৈরি হয়। প্রথমে জেলা ও দায়রা বিচারক না থাকায় কবর থেকে দেহ তুলতে আপত্তি জানিয়েছিল আনিসের পরিবার।

অবিলম্বে হস্টেল খোলা সহ তিন দফা দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ ঘিরে উত্তাল বিশ্বভারতী। বন্ধ সব বিভাগের পঠনপাঠন। কর্মাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিককে ম্যারাথন ঘেরাও। একেবারে ডামাডোল পরিস্থিতি! যদিও এ নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বেলারুসের বৈঠকে রাশিয়ার কাছে অবিলম্বে সেনা প্রত্যাহারের দাবি জানাল ইউক্রেন। ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পাঁচদিন পর, আজ অবশেষে আলোচনায় বসে দুই দেশ। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে তৈরি হওয়া আর এক প্রজাতন্ত্র বেলারুসের প্রধান প্রশাসনিক অঞ্চল হোমেলে, রুশ প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির প্রতিনিধিদের বৈঠক হয়। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে, আজ এনিয়ে একটি বিশেষ অধিবেশন ডাকা হয়। অন্যদিকে, ইউক্রেনের পরিস্থিতি নিয়ে, আজ তৃতীয়বার উচ্চপর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram