'সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা করলে আইন মেনে পদক্ষেপ,' বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'সাম্প্রদায়িকতার কথা বললে কমিউনাল ল অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোন রাজনৈতিক রং দেখা হবে না', বিধানসভায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। পাল্টা বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। অন্যদিকে ভোট পরবর্তী অশান্তির রিপোর্ট নিয়ে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। তথ্য না দেওয়ার অভিযোগ করেছেন রাজ্যপাল। আজই রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি।
দুবরাজপুরে দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। মুক্তিনগরে সংঘর্ষের জেরে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। আরও ৯ জন তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। এর পাশাপাশি, আজ সকালে দুবরাজপুরের পাঁচড়া গ্রামে তৃণমূল কার্যালয়ে আগুন, এক তৃণমূল কর্মীকে আটকে রেখে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। পাঁচড়া গ্রামে তৃণমূলের খয়রাশোল ব্লকের সভাপতি মাখন মুখোপাধ্যায়-সহ একাধিক শাসক-নেতার বাড়িতে হামলা চালানো হয়। বাড়ি ভাঙচুরের পাশাপাশি, চলে বাইক ভাঙচুর। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলেও অস্বীকার করেছে গেরুয়া শিবির।
দলবিরোধী কাজের অভিযোগে খেজুরির প্রাক্তন বিধায়ক সহ দুই নেতাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস (TMC)। পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলার ১৬টি আসনের মধ্যে ৭টিতে হেরেছে শাসক দল। গতকাল তমলুকে পর্যালোচনা বৈঠকে বসে তৃণমূলের জেলা নেতৃত্ব। বৈঠকে খেজুরির প্রাক্তন বিধায়ক রণজিৎ মণ্ডল ও জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারীকে বহিষ্কারের কথা ঘোষণা করা হয়।
রাজ্যে ভয়াবহ আকার ধারণ করছে করোনা সংক্রমণ। করোনা দ্বিতীয় ঢেউয়ে আগের সব রেকর্ড ভেঙে এই মুহূর্তে বঙ্গের দৈনিক সংক্রমণ প্রায় ২০ হাজার ছুঁইছুঁই। শনিবার প্রকাশিত রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণে পড়েছেন ১৯ হাজার ৪৩৬ জন। এই সময়পর্বে রাজ্যে একদিনে করোনায় ১২৭জনের মৃত্যু হয়েছে।
করোনাকালে সাগর দত্ত মেডিক্যাল কলেজে ভয়াবহ অবস্থা। ভর্তি বেড, জরুরি বিভাগে কাতারে কাতারে রোগী। জরুরি বিভাগের সামনেই মেঝেয় পড়ে ছটফট করছেন রোগী! একই চ্যানেল দিয়ে একজনের পর একজন রোগী অক্সিজেন নিচ্ছেন।'দশ বেডের অক্সিজেন পার্লারের একটিও খালি নেই। আমরা নিরুপায়', জানালেন হাসপাতাল সুপার।
গতকাল রাতে মৃত্যু, বাড়িতে এখনও পড়ে মৃতদেহ! ভাটপাড়ায় ২০ ঘণ্টা বাড়িতেই পড়ে মৃতদেহ। গতকাল রাত ১.৩০টায় মৃত্যু হয়েছিল করোনা রোগীর। দুপুরে প্লাস্টিকে মৃতদেহ মুড়ে চলে যান পুরকর্মীরা। স্থানীয় কাউন্সিলরের স্বামী জানিয়েছেন, রাত ১০টার পরে দাহ করার নিয়ম, তাই অপেক্ষা করতে হয়েছে।
রাজনৈতিক সংঘাতের মধ্যেই রাজ্য রাজনীতিতে সৌজন্যের নজির। বিধানসভায় শপথ নিয়েই শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যের বাড়িতে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। কিছুক্ষণ কথা বললেন শিলিগুড়ির প্রাক্তন বাম বিধায়কের সঙ্গে। অশোক ভট্টাচার্যের কাছে আশীর্বাদ চাইলেন শঙ্কর ঘোষ। অশোক ভট্টাচার্য বলেন, 'ওকে আমি ছোট থেকেই চিনি। জনপ্রতিনিধি হিসাবে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমাদের রাজনৈতিক লড়াই চলতে থাকবে।'
জঙ্গলের মধ্যে পরিত্যক্ত কুয়োতে পড়ে গেল হস্তিশাবক। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের মানিকপাড়ার ডালকাঠি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল ৫০-৬০টা হাতির দল। শনিবার ভোরে মানিকপাড়া জঙ্গল থেকে অন্যত্র যাওয়ার সময় পরিত্যক্ত কুয়োয় পড়ে যায় হস্তিশাবকটি। পরে গ্রামবাসীদের সহায়তায় সেই হস্তিশাবককে উদ্ধার করে হুলা পার্টির সদস্যরা।