আনন্দ লাইভ: বেআইনিভাবে কয়লা মজুত ঠেকাতে পুলিশি অভিযান ঘিরে রণক্ষেত্র বীরভূমের লোকপুর | Bangla News

Continues below advertisement

বেআইনিভাবে কয়লা মজুত ঠেকাতে পুলিশি অভিযান ঘিরে বীরভূমের (Birbhum) লোকপুরে ধুন্ধুমারকাণ্ড। কয়লা পাচারকারীরা বাধা দিলে খণ্ডযুদ্ধ বেধে যায়। আহত হন দুই থানার ওসি। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠলেও, অস্বীকার করেছেন বীরভূমের এসপি।  

ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য হুগলিতে। ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও, অভিযুক্ত তৃণমূল (TMC) নেতা জানিয়েছেন ভিডিওটি ৪-৫ বছর আগের। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।দলের কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে।

প্রাণহানির আশঙ্কা। ফেসবুক লাইভে এসে কেঁদে ফেললেন কোচবিহারের (Cooch Behar) হাঁড়িভাঙা পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। এই নিয়ে তোলপাড় শুরু হয়েছে জেলার রাজনীতিতে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram