Ananda Live:হাজারের গন্ডি পেরল রান্নার গ্যাস, পকেটে টান আমজনতার। Bangla News

Continues below advertisement

আদালতের নির্দেশে কাশীপুরে নিহত বিজেপি নেতার ময়নাতদন্ত হয় কমান্ড হাসপাতালেই। ময়নাতদন্তের জন্য আরজিকর থেকে কম্যান্ড হাসপাতালে নির্দিষ্ট সময়ে নিয়ে যাওয়া হয় দেহ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। সিবিআই চাই, ন্যায় বিচার চাই। সংবাদমাধ্যমকে জানালেন মৃতের মা।

 

‘পুলিশকে কেন মাইনে দিয়ে রাখা হয়েছে? কুকুর পুষলেই তো হয়, কয়েকটা কুকুর পুষলেই হয়, শুঁকে শুঁকে বলে দিতে পারে’, বিষ্ণুপুরে সিপিএম কর্মী খুনের প্রতিবাদে পুলিশকে নিশানা সেলিমের।

 

কলকাতায় হাজারের গণ্ডি পার করল রান্নার গ্যাসের দাম। ৫০ টাকা বেড়ে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ১ হাজার ২৬ টাকা। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ২ হাজার ৪৪৫ টাকা ৫০ পয়সা। পাঁচ রাজ্যে ভোট মিটতেই লাগাতার বেশ কিছুদিন দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। হালে কিছু দিন জ্বালানির দর এক জায়গায় থমকে ছিল। এরই মধ্যে হাজার পার করল রান্নার গ্যাসের দাম। ফলে সব মিলিয়ে ফের আমজনতার পকেটে টান।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram