আনন্দ লাইভ: কার্যত বিরোধীশূন্য জয়, চার পুরসভার ভোটে বড় জয় পেল তৃণমূল | Bangla News

Continues below advertisement

কলকাতার পর আরও চার পুরসভার ভোটে বড় জয় পেল তৃণমূল (TMC)। কোনও পুরসভাতেই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারল না বিরোধীরা। চারটি পুরসভার ২২৬টি ওয়ার্ডের মধ্যে ১৯৮টিতেই জিতেছে শাসক দল। অন্যদিকে প্রাপ্ত ভোট শতাংশের নিরিখে বিধাননগর ও চন্দনগরে বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। আসানসোল ও শিলিগুড়িতে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি।

চার পুরভোটে তৃণমূলের বিপুল জয়ের পর, এবার মেয়র পদ নিয়ে শুরু হয়েছে জল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, শিলিগুড়ি বাদে বাকি তিন পুরসভাতে মেয়র কে হবেন, তা পরে দল ঠিক করবে।

চার পুরসভায় তৃণমূলের বিপুল জয়। বিধাননগর ও আসানসোলের বেশ কয়েকটি ওয়ার্ডে নজরকাড়া ব্যবধানে জয় তৃণমূলের। বিধাননগর ও আসানসোলের ৪টি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট ৯০ শতাংশের বেশি।

আসানসোল পুরসভার ১০৬টা ওয়ার্ডের মধ্যে ৯১টা ওয়ার্ডেই জয়ী হয়েছে তৃণমূল। ৭টা আসনে জয়ী হয়েছে বিজেপি। ৩টিতে কংগ্রেস, ২টি আসনে বামেরা এবং নির্দল প্রার্থীরা জিতেছেন ৩টি আসনে।

চন্দননগর পুরসভার ৩২টা ওয়ার্ডের মধ্যে ৩১টাতেই ওয়ার্ডে জিতেছে তৃণমূল। বাকি একটি আসনে জয় পেয়েছে বামেরা। বিজেপি চন্দননগরে একটি আসনেও জিততে পারেনি।

এগিয়ে আসছে বকেয়া ১০৮ পুরসভার ভোটের দিন, তুঙ্গে উঠছে প্রচার। জনতার মন টানতে ঝাঁপাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বাঁকুড়ায় তৃণমূলের প্রচারে উঠল খেলা হবে স্লোগান। নিজের টোটো চালিয়ে প্রচার সারলেন বিজেপি প্রার্থী।

ডাম্পারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে আজ রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার আমতা। বিক্ষোভ-অবরোধের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় তিনটি ডাম্পারে। ভাঙচুর করা হল দমকলের গাড়িতে। পাল্টা লাঠি চালাল পুলিশ।

মাঝে আর মাত্র একটা দিন। বুধবার থেকেই খুলে যাচ্ছে ছোটদের স্কুল। করোনা বিধি মেনে  প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি অবধি শুরু হয়ে যাবে ক্লাস। তবে চিকিৎসকদের পরামর্শ, স্কুল খুললেও মানতে হবে সবরকম করোনা বিধি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram