Ananda Sakal (1): অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় একের পর এক ট্রেনে আগুন, যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সেনাবাহিনীতে নিয়োগের জন্য মোদি সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় দেশের বিভিন্ন রাজ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি। আজ বিহারের সমস্তিপুরে স্টেশনে দাঁড়িয়ে থাকা জম্মু তাওয়াই গুয়াহাটি এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। অভিযোগ, বিক্ষোভকারীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও হামলায় যোগ দেন। রেল সূত্রে খবর, ২টি বগি আগুনে পুড়ে গেছে। তবে এখনও হতাহতের কোনও খবর নেই।
তবে এইভাবে পরের পর ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিহারের আরা সহ বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ হয়েছে বক্সারের দুমরা স্টেশনে। সেখানে লাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ হয়।
উত্তরপ্রদেশের বালিয়াতেও পরিস্থিতি উত্তপ্ত। সেখানেও চলছে তুমুল বিক্ষোভ।
গতকালও বিহার, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানের মতো রাজ্যে বিক্ষোভ, গন্ডগোল হয়েছে। বিহারে একাধিক ট্রেনে ভাঙচুর করে আগুনও লাগায় বিক্ষোভকারীরা। হরিয়ানার পালওয়ালে বিক্ষোভ রুখতে গুলি চালায় পুলিশ।
ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, অগ্নিপথ প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২১ থেকে বাড়িয়ে ২৩ করা হয়েছে।