Ananda Sakal (1): 'কেউ ধোওয়া তুলসি পাতা নয়' এজেন্সির সক্রিয়তা নিয়ে মোদি সরকারকে নিশানা মমতার
Continues below advertisement
কেউ ধোওয়া তুলসি পাতা নয়। দিল্লিতে যারা বসে আছে, গ্রহ-নক্ষত্রের মতো তাদের মাথার ওপরে এজেন্সি বসে আছে। এবার কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা নিয়ে মোদি সরকারকে নিশানা করলেন তৃণমূল নেত্রী। প্রমাণিত হয়ে গেছে, যে ১০০ শতাংশ অসৎ দল তৃণমূল, পাল্টা শুভেন্দু। বিজেপির পাশাপাশি এদিন বামেদেরও নিশানা করেন তৃণমূলনেত্রী। বামেরা অবশ্যই ধোওয়া তুলসিপাতা, সেটা বোঝার ক্ষমতা মুখ্যমন্ত্রীর নেই, উত্তর সুজনের।
বছর ঘুরলে আরেকটা পঞ্চায়েত ভোট। এখন থেকেই চড়তে শুরু করেছে রাজনৈতিক বাগযুদ্ধের পারদ। এবার আরও এক তৃণমূল বিধায়কের মুখে শোনা গেল বাঁশ-দাওয়াই। বিরোধীদের হাত খসানোর, পা কেটে নেওয়ার হুমকি দিলেন মালদার মালতিপুরের তৃণমূল বিধায়ক। লোকসভা ভোটের পর তো গর্তে ঢুকে গিয়েছিলেন, পাল্টা নিশানা দিলীপ ঘোষের।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital CBI ABP Ananda ED ABP Ananda Bengali News