Ananda Sakal (1): টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার, অভিযোগ এনসিসি-র
Continues below advertisement
টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার, অভিযোগ এনসিসি-র। ২ বছরে ১০ কোটি টাকা বকেয়া রাখার অভিযোগ।
সেনায় নিয়োগের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ NCC’র এই ক্যাম্প ও প্রশিক্ষণ। NCC’তে ভাল নম্বর থাকলে এবং স্নাতকস্তরে ৫৫ শতাংশের বেশি নম্বর থাকলে সেই প্রার্থীকে আর Combined Defence Services বা CDS’এর লিখিত পরীক্ষায় বসতে হয় না। সরাসরি ইন্টারভিউতে বসার সুযোগ পান।
Continues below advertisement
Tags :
West Bengal NCC Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News