Ananda Sakal (2): আটক করার পর কীভাবে অসুস্থ ৪ চাকরিপ্রার্থী? উঠছে প্রশ্ন

Continues below advertisement

চার SLST চাকরিপ্রার্থীকে লালবাজারে আটক করে নিয়ে যাওয়ার পর রাতভোর টানাপোড়েন। ডিওয়াইএফআই-এর অভিযোগ, ওই চার চাকরিপ্রার্থী লালবাজারে অসুস্থ হয়ে পড়েন। তারপর তাঁদের রাতে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, চার চাকরিপ্রার্থীর সঙ্গীদের পুলিশ বা হাসপাতালের তরফে দীর্ঘক্ষণ কিছু জানানো হয়নি। এ নিয়ে বারবার লালবাজারে খোঁজ নিতে যান বাম যুব সংগঠনের সদস্যরা। হাসপাতালে যায় বিজেপিও। অবশেষে আজ ভোরে ময়দান থানা জানায়, ওই চারজনকে SSKM এ চিকিত্‍সা করিয়ে ফের লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল শহিদ মিনার থেকে ৬৭ জন চাকরিপ্রার্থীকে আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ। তাঁদের মধ্যেই অসুস্থ হন ৪ জন। তবে আটক করার পর চারজন কীভাবে অসুস্থ হলেন, তাঁদের অসুস্থতা ঠিক কী ধরনের, তা এখনও স্পষ্ট নয়।  

 

ধর্মতলায় সত্তরদিন ধরে চলা SLST চাকরিপ্রার্থীদের অবস্থান গতকালই তুলে দেয় পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নোটিস দিয়ে আন্দোলনকারীদের ওই জায়গা খালি করতে বলা হয়। কিন্তু, চাকরিপ্রার্থীরা আন্দোলনে অনড় থাকায়, তাঁদের পাঁজাকোলা করে, টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তুলে সরিয়ে দেয় পুলিশ। গ্রেফতার করে সবাইকে নিয়ে যাওয়া হয় লালবাজারের সেন্ট্রাল লক আপে।

 

আজও অগ্নিপথ-বিতর্কের আঁচ রাজ্যে। কাল ভাটপাড়ায় বিক্ষোভের পর আজ ঠাকুরনগর স্টেশনে রেল অবরোধ। অবরোধে আটকে পড়েছে আপ ও ডাউনের বিভিন্ন ট্রেন। কাজের দিনে যাত্রী দুর্ভোগ চরমে। শিয়ালদা-বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram