Ananda Sakal (2): বিচারের জন্য আরও ১০ বছর লড়াই চালিয়ে যাব, মন্তব্য প্রতিমা দত্তর

Continues below advertisement

বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনে CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা বলেন, হাওড়া আদালত নয়, এরপর থেকে এই মামলার শুনানি হবে CBI’র বিশেষ আদালতে। প্রয়োজন মনে করলে CBI তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবে।

স্বামীর খুনের বিচারের দাবিতে, এগারো বছর ধরে লড়াই চালিয়েছেন, তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত। যার সাক্ষী এবিপি আনন্দ। তপন দত্ত হত্যাকাণ্ড সংক্রান্ত খবর তুলে ধরেছি আমরা। কেন সিআইডি তদন্তে ভরসা রাখতে পারেননি তাঁরা? হাওড়া জেলা আদালতে কীভাবে হয়েছিল শুনানি? সব অভিজ্ঞতাই এবিপি আনন্দে ভাগ করে নিয়েছিলেন প্রতিমা দত্ত।

১১ বছর নষ্ট হয়েছে, বিচারের জন্য আরও ১০ বছর লড়াই চালিয়ে যাব। হাইকোর্টের সিবিআই নির্দেশের পরে জানিয়ে দিলেন বালির নিহত তৃণমূল নেতা তপন দত্তের স্ত্রী। 

বালির তৃণমূল নেতা তপন দত্তর খুনের মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ফলে এরাজ্যে সিবিআইয়ের তদন্তের তালিকা আরও একটু দীর্ঘ হল। হাওড়ার ছাত্রনেতা আনিস খান খুনেও সিবিআই তদন্ত চেয়ে মামলা হয়েছে। তার শুনানি শেষ হলেও রায়দান আপাতত স্থগিত রয়েছে।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram