Ananda Sakal (3): তোলা দিতে অস্বীকার করায়, উত্তর 24 পরগনার খড়দায়, রেশন ডিলারের পরিবারে হামলার অভিযোগ

Continues below advertisement

আটকে অ্যাম্বুল্যান্স! থমকে একের পর এক দূরপাল্লার বাস! তীব্র গরম! অনেকে অসুস্থ! জল নেই! খাবার নেই! পয়গম্বর-বিতর্কের জেরে হাওড়ার ডোমজুড়-সহ বিভিন্ন জায়গায় অবরোধের জেরে ঘণ্টার পর ঘণ্টা অবরুদ্ধ হয়ে রইল ৬ নম্বর জাতীয় সড়ক! ১১ ঘণ্টার অবরোধে চরম দুর্ভোগ পোহাতে হল সাধারণ মানুষকে!

 

বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের আঁচ এসে পড়েছে বাংলাতেও। ২৭ মে পয়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন নূপুর শর্মা। যার জেরে আন্তর্জাতিক স্তরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। চাপের মুখে ন’দিন পর, বিজেপি নূপুর শর্মাকে সাসপেন্ড করলেও, বিতর্ক অব্যাহত এখনও।

 

ইউটিউবার রোদ্দুর রায়কে ১৪ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। জামিনের আবেদন নিয়ে আদালতে বাদানুবাদ দু’পক্ষের আইনজীবীর। তিনি রাজনীতির শিকার, শিল্প এবং রাজনীতিকে গুলিয়ে ফেলা হচ্ছে- আদালত থেকে বেরনোর পর অভিযোগ করলেন রোদ্দুর।

 

করোনা না এলে, বিজেপির সরকার তৈরি হতো। চতুর্থ দফা ভোটের পর তো আর প্রচারই করা যায়নি। বিশিষ্টদের নিয়ে কলামন্দিরের সভায় এই কথা বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।

 

তোলা দিতে অস্বীকার করায়, উত্তর 24 পরগনার খড়দায়, রেশন ডিলারের পরিবারে হামলার অভিযোগ। হামলাকারী নিজেকে তৃণমূল নেতা পরিচয় দেন বলে দাবি। মারধরে আহত পরিবারের একাধিক সদস্য। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রেশন ডিলার।

 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram