Ananda Sakal (4) : পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নিরাপত্তায় জোর ইডি-র
পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নিরাপত্তায় জোর ইডি-র। আদালতের নির্দেশে ৪৮ ঘণ্টা পর, আজ ফের জোকার ESI হাসপাতালে পার্থ-অর্পিতার মেডিক্যাল টেস্ট করা হবে। ইডি-র কনভয়ে থাকবে ৬টি গাড়ি। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে থাকা পার্থ-অর্পিতার নিরাপত্তার দায়িত্বে থাকছেন কেন্দ্রীয় বাহিনীর ৮৬ জন জওয়ান।
রেফার-রোগের অভিযোগ উঠল তিন-তিনটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে। পরিবার সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বাসিন্দা ৭৮ বছরের রঘুনন্দন মণ্ডলের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। গতকাল তাঁকে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। পরিবারের অভিযোগ, সেখানে ICU না থাকায় চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বেড না পেয়ে এরপর রোগীকে এনআরএসে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানেও জায়গা না পেয়ে রাত ৩টে নাগাদ মেডিক্যাল কলেজে আনা হয় রোগীকে। কিন্তু বেড না মেলায় এখনও জরুরি বিভাগেই রোগীকে শুইয়ে রাখা হয়েছে বলে পরিবারের অভিযোগ। কোনও হাসপাতালেরই প্রতিক্রিয়া মেলেনি।
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের পুন্দড়া গ্রামে বোমা বিস্ফোরণ। তৃণমূল সমর্থকের বাড়ির সেপটিক ট্যাংকে বোমা ছিল বলে অভিযোগ। বিস্ফোরণের শব্দে আশেপাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দাঁতন থানার পুলিশ। বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই বলে তৃণমূলের তরফে দাবি। পঞ্চায়েত নির্বাচনের আগে ভয় দেখাতে তৃণমূল বোমা মজুত করেছে বলে দাবি বিজেপি। আজ ধৃত ব্যক্তিকে দাঁতন আদালতে তোলা হবে।