Ananda Sakal 4 : শুভেন্দুকে চ্যালেঞ্জ মদনের, নির্বাচন কমিশন অফিসের সামনে বামেদের অবস্থান বিক্ষোভ | Bangla News
বামেদের অবস্থান বিক্ষোভ ঘিরে নির্বাচন কমিশন অফিসের (Election Commission) সামনে দফায়-দফায় উত্তেজনা। পুলিশের সঙ্গে বাম (Leftfront) নেতা-কর্মীদের ধস্তাধস্তি। কেউ পড়ে গেলেন মাটিতে। কাউকে টেনে হিচরে তোলা হল প্রিজন ভ্যানে।
সাহস থাকলে নন্দীগ্রাম ছেড়ে অন্য বিধানসভা আসন থেকে লড়ুন। যে কোনও আসনে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি তৈরি। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র (Madan Mitra)। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
'যারা যারা বিজেপির BJP) হয়ে দাঁড়াবে তাদের জামানত আমরা বাজেয়াপ্ত করব।' পূর্ব মেদিনীপুরের তমলুক (Tamluk Municipality) পুরসভায় ২৭ ফেব্রুয়ারি ভোট করার কথা কলকাতা হাইকোর্টে (Calcutta Highcourt) জানিয়েছে কমিশন। কিন্তু এখন থেকেই তার উত্তাপ ছড়িয়েছে শহরে। বিজেপিকে হুমকি দিতে দেখা যাচ্ছে যাঁকে, তিনি শহর তৃণমূল (TMC) সভাপতি চঞ্চল খাঁড়া। ভাইরাল এই ভিডিও ঘিরেই শোরগোল পড়েছে এলাকায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ (ABP Ananda)।