ABP News

Ananda Sakal : সর্বোচ্চ সাজা না যাবজ্জীবন ? আর জি কর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয়ের আজ সাজা ঘোষণা

Continues below advertisement

Ananda Sakal : আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। আজ সাজা ঘোষণা। সর্বোচ্চ শাস্তি ফাঁসি, সর্বনিম্ন যাবজ্জীবন। অপরাধীদের সংখ্যা নিয়ে সংশয়প্রকাশ পরিবারের। আর জি করকাণ্ডে সাজা ঘোষণার আগে সিবিআই তদন্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ পরিবারের। 'সিবিআই এখনও ঠিকঠাক, কোথায় আমার মেয়েকে খুন করা হয়েছে সেটাই ঠিকঠাক বের করতে পারেনি এখনও', বললেন নির্যাতিতার মা।

শনিবার শিয়ালদা আদালতে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। সোমবার আদালত তাকে সাজা শোনাবে। সর্বোচ্চ ফাঁসি অথবা সর্বনিম্ন যাবজ্জীবনের সাজা হবে তার। আর তার আগেই এবিপি আনন্দে মুখ খুললেন নির্যাতিতার মা-বাবা। জানালেন, সঞ্জয়ের সাজা হলেই হল না, তাঁদের লড়াই জারি থাকবে। CBI-এর সঙ্গে সরাসরি আর কোনও কথা বলবেন না, বরং আদালতের মাধ্যমে লড়াই চালিয়ে যাবেন। (RG Kar Victims Family)

CBI তদন্তে অসন্তোষের কথা জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করেছেন নির্যাতিতার মা-বাবা। রবিবার এবিপি আনন্দে তাঁরা বলেন, “পুলিশ-cBI, কেউই ঠিক মতো তদন্ত করেনি। অনেক কিছুই এড়িয়ে গিয়েছে। আমরা কোনও দিন CBI চাইনি। হাইকোর্টের তত্ত্বাবধানে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চেয়েছিলাম। সুপ্রিম কোর্ট রবিবার স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে। স্বাধীন ভারতের ইতিহাসে রবিবার সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে বলে উদাহরণ নেই। এতে আমাদের বিরাট আপত্তি রয়েছে। আদালতে যে স্টেটাস রিপোর্ট রিপোর্ট জমা পড়ে, তাও দেখতে চাইব আমরা।”

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram