Ananda Sakal : বকেয়া অর্থ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ তৃণমূল, চাকরি গেল সিপিএম নেতার মেয়ের
১০০ দিনের কাজে রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র। এই নিয়ে বারবার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, ১০০ দিনের প্রকল্পে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের পাওনা প্রায় ৬ হাজার কোটি টাকা। সেই বকেয়া টাকার দাবিতে আজ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে দেখা করবে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। দলের নেতৃত্বে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টোয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে এই বৈঠক হবে। এরপর সাংবাদিক বৈঠক করবে তৃণমূল।
২০১৪’র প্রাথমিক টেটে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় ২৬৯ জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। তালিকায় রয়েছে পূর্ব বর্ধমানের এক সময়ের দাপুটে সিপিএম নেতার মেয়ের নাম। কীভাবে চাকরি? তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।