Ananda Sokal Part-2: নিজের লোকসভা কেন্দ্র বিষ্ণপুরেই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে পড়ল পোস্টার!
Continues below advertisement
নিজের লোকসভা কেন্দ্র বিষ্ণপুরেই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে পড়ল পোস্টার! পোস্টারে কোথাও লেখা, বিষ্ণুপুর বিধানসভার টিকিট বিক্রির কান্ডারি, যেখানে বিধানসভা,পঞ্চায়েত ও পুরভোটে বিজেপির খারাপ ফলের জন্য সাংসদ সৌমিত্র খাঁ-কে দায়ীও করা হয়েছে। পোস্টারে অভিযোগ, সৌমিত্রর জন্য়ই বিষণুপুর, কোতুলপুর, বড়জোড়া বিধানসভা আসনগুলি বিজেপির হাতছাড়া হয়েছে। তাছাড়াও একাধিক গ্রাম পঞ্চায়েতও হাতছাড়া হয়েছে বিজেপির, এমন অভিযোগেও পড়েছে পোস্টার। কোনও পোস্টারে সৌমিত্র খাঁকে আর প্রার্থী না করার দাবি উঠেছে। কে বা কারা এই পোস্টার দিয়েছে তা স্পষ্ট নয়। বিজেপির অভিযোগ, পোস্টার টাঙানোর নেপথ্য়ে রয়েছে তৃণমূল।
Continues below advertisement