Ananda Sokal: বারবার বদল হয়েছে বয়ান, বদলানো হয়েছে চাদর? RG কর নিয়ে বাড়ছে রহস্য

Continues below advertisement

ABP Ananda Live: 'পুলিশের বক্তব্য থেকে যেটা বোঝা গেল যে পুলিশ লাল এবং নীল চাদরটা বাজেয়াপ্ত করেছে। লাল চাদরটা গায়ে দিয়ে ওই তরুণী চিকিৎসক ঘুমাচ্ছিলেন এবং ওটা ওর নিজের চাদর যেটা পুলিশ বাজেয়াপ্ত করেছে, পরে নীল চাদরটা তাঁর গায়ে দিয়ে দেওয়া হয়েছিল। আরজি কর হাসপাতালের চিকিৎসকরা যে চাদরটা গায়ে পরে চাপা দিয়ে দিয়েছিল সেটাও পরে বাজেয়াপ্ত করা হয়েছে', মন্তব্য এবিপি আনন্দের প্রতিনিধির। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে লাঠিচার্জ, কলকাতার পুলিশ কমিশনারকে নোটিস। কলকাতার সিপি বিনীত গোয়েলকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের। দু'সপ্তাহের মধ্যে কলকাতা পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে গত সোমবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান । সেই অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধে হুগলি নদীর দুই পাড়ে। লাঠি, কাঁদানে গ্যাস, জলকামানে রণক্ষেত্রের চেহারা নেয় রাজপথ। বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে একাধিক পুলিশকর্মী গুরুতর জখম হন। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বিক্ষোভকারীরাও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram