Ananda Sokal: মালদায় তৃণমূলকর্মী হত্যার একদিন পরেও গ্রেফতারি শূন্য। এলাকায় আতঙ্ক। অধরা মূল অভিযুক্তরা।
ABP Ananda Live: দিনের আলোয়, জনবহুল রাস্তায় পাথর দিয়ে থেঁতলে, গুলি করে খুন করা হল তৃণমূল কর্মীকে। গুলিবিদ্ধ হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি ও তাঁর ভাই। দলের জেলা সহ সভাপতি খুনের বারো দিনের মাথায় মালদায় ফের একটা হাড়হিম করা খুনের ঘটনা ঘটল। শোনা যাচ্ছে, পঞ্চায়েতের নিয়ন্ত্রণ আর এলাকার দখলদারি, মূলত এই নিয়েই দুই তৃণমূল নেতা বকুল শেখ এবং জাকির শেখের বিবাদ। দুহাজার ষোল সালে তৃণমূলে যোগ দেন দুজনেই। মাঝখানে কিছুদিন কংগ্রেসে গিয়ে, ফের গত চব্বিশে অক্টোবর তৃণমূলে ফেরেন অভিযুক্ত জাকির শেখ। সেদিন মঞ্চে ছিলেন মালদার তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সীও। যদিও আজ একবার তিনি বলছেন, জাকিরকে তিনি চিনতে পারছেন না, আরেকবার বলছেন, জাকির নাকি দুষ্কৃতী। এখন প্রশ্ন হল, না চিনলে মঞ্চে জায়গাই বা দিলেন কেন, আর দুষ্কৃতী কিনা জানলেনই বা কী করে!