Subhendu-Hiran: শুভেন্দু অধিকারীর পর হিরণ চট্টোপাধ্যায়, ঘাটালের বিজেপি প্রার্থীর সেক্রেটারির বাড়িতে পুলিশি হানা

Continues below advertisement

শুভেন্দু অধিকারীর পর হিরণ চট্টোপাধ্যায়। ভোটের ৩ দিন আগে এবার ঘাটালের বিজেপি প্রার্থীর আপ্ত সহায়ক তমোঘ্ন দে-র বাড়িতে পুলিশি হানা। গতকাল রাত আড়াইটে নাগাদ খড়গপুরের তালবাগিচায় তমোঘ্নর বাড়িতে হাজির হয় ঘাটাল ও খড়গপুর লোকাল থানার পুলিশ। হিরণের দাবি, এর পাশাপাশি কেশপুরে আরও এক বিজেপি নেতা এবং মেদিনীপুরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও পুলিশ হানা দেয়। কী কারণে অভিযান, তা নিয়ে মুখ খোলেনি পুলিশ। যদিও হিরণ চট্টোপাধ্যায়ের ফেসবুক লাইভে দেখা যায়, কর্তব্যরত পুলিশ অফিসার প্রার্থীকে বলছেন, প্রতারণা মামলার তদন্ত করতেই এই অভিযান। পুলিশি অভিযানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) দ্বারস্থ শুভেন্দু অধিকারী এবং হিরণ চট্টোপাধ্যায় (Suvendu Adhikari and Hiran Chatterjee On HC )। পর্যাপ্ত তথ্য এবং নথি ছাড়াই তল্লাশি চালিয়েছে পুলিশ, অভিযোগ দুই পদ্ম-নেতার। মামলা দায়েরের অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram