Andal Airport : এয়ার টার্বুল্যান্সে মুম্বই থেকে দুর্গাপুরগামী বিমান, তদন্ত শুরু ডিজিসিএ-র ।Bangla News

Continues below advertisement

১৮৮ জন যাত্রী নিয়ে রবিবার সন্ধেয় অন্ডাল বিমানবন্দরে  (Andal Airport) নামার আগে ঝড়ের কবলে পড়ে স্পাইস জেটের বিমান। বিমানবন্দরের ATC সূত্রে খবর, মুম্বই থেকে আসা স্পাইস জেটের বিমানটি সিভিয়ার এয়ার টার্বুলেন্সে (severe air turbulence) পড়ে। যাত্রীদের আহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু ডিজিসিএ-র। অন্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ডিজিসিএ-র। স্পাইসজেটের বিমানের যাতায়াতের তথ্য তলব। এটিসি কর্মীদের সঙ্গে কথা বলবেন ডিজিসিএ-র আধিকারিকরা। 

প্রচণ্ড ঝাঁকুনিতে সিটবেল্ট ছিঁড়ে আহত হন বেশ কয়েকজন যাত্রী। ১১ জনকে ভর্তি করা হয় অন্ডালের একটি বেসরকারি হাসপাতাল ও দুর্গাপুরের মিশন হাসপাতালে। সোমবার ৮জন যাত্রীকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। ১ জন এখনও ভর্তি রয়েছেন অন্ডালের হাসপাতালে। ২ জন ভর্তি দুর্গাপুরের মিশন হাসপাতালে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram