Bird Flue: অন্ধ্রের পূর্ব গোদাবরী জেলায় বার্ড ফ্লু-র দাপট, সতর্ক এ রাজ্যের পোল্টি ফেডারেশনও
ABP Ananda LIVE: অন্ধ্রের পূর্ব গোদাবরী জেলায় বার্ড ফ্লু-র দাপট । দাপটে পূর্ব গোদাবরী জেলায় মৃত্যু হয়েছে লক্ষ লক্ষ মুরগির, জানিয়েছে NIHSAD । ওই এলাকায় মুরগি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা কালেক্টর পি প্রশান্তি । এলাকার পোলট্রি ফার্মগুলি ৩ মাসের জন্য বন্ধ রাখা হয়েছে । ওই এলাকায় মুরগি আমদানি ও রফতানিও নিষিদ্ধ করা হয়েছে । পরিস্থিতির উপর নজরদারি চালাতে ২৪ টি চেক পোস্ট তৈরি করেছে তেলেঙ্গানা সরকার । পোলট্রিজাত সামগ্রী আমদানি রফতানির উপর নজরদারি চালানো হচ্ছে
হিন্দু ও সংখ্যালঘুরা নির্যাতনের শিকার, বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্টের ভিত্তিতে সুপারিশ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক কমিশনের। খবর বাংলাদেশের সংবাদপত্র ‘ডেলি স্টার’ সূত্রে । রিপোর্টে উল্লেখ, গত বছরের অগাস্টের ৫ থেকে ১৫ তারিখ পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ তদন্ত সুনিশ্চিত করতে হবে। 'হাসিনা দেশ ছাড়ার পর অসংখ্য থানায় হামলা চালিয়েছে উন্মত্ত জনতা'। 'পুলিশ আধিকারিকদের পিটিয়ে মারা হয়েছে'। 'আওয়ামি লিগের নেতা, কর্মীরা আক্রান্ত হয়েছেন'। 'হিন্দু ও সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছেন'
জুলাই অভ্যুত্থানের মহিলা আন্দোলনকারীদের ওপর যৌন নিপীড়ন চালিয়েছে আওয়ামি লিগ, রিপোর্টে উল্লেখ।