Bengal Bandh: বিজেপির ডাকা বনধের তীব্র প্রতিবাদ জানালেন অনিন্দ্য রাউত! ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্‍ধ ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা। ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়িতে গুলি, আহত ২, দাবি অর্জুন সিংহর। দুর্গাপুরের বেনাচিতিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বিজেপি কর্মীদের মার। জামুড়িয়ায় তৃণমূল-বিজেপি হাতাহাতি। রামপুরহাটে রেল অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। ইংরেজবাজারে বিজেপির বন্‍ধ ঘিরে উত্তেজনা, রাস্তায় বসে বিজেপি সাংসদ খগেন মুর্মু। রামপুরহাট-সিউড়িতে রাস্তা অবরোধ, গ্রেফতার বিজেপি কর্মী। পুলিশের গাড়ির সামনে রাস্তায় বসে প্রতিবাদ বিজেপির জেলা সভাপতির। মুর্শিদাবাদে রেল অবরোধ ওঠাতে গেলে পুলিশ-বিজেপি খণ্ডযুদ্ধ। বারাসাতে গাড়ি ভাঙচুর বন্‍ধ সমর্থকদের। মাথাভাঙায় সরকারি বাস ভাঙচুর বিজেপি কর্মীদের।

হাওড়ার পঞ্চাননতলায় বিজেপির বন্‍ধ ঘিরে উত্তেজনা। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা। বন্‍ধ সফল করতে বড়বাজারে রাস্তায় বিজেপি। কাউন্সিলর বিজয় ওঝার নেতৃত্বে মিছিল। কোলে মার্কেট এলাকায় বন্‍ধ-এর সমর্থনে রাস্তায় বিজেপি কাউন্সিলর সজল ঘোষ।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram