Satyajit Ray: তারাপদ বন্দ্যোপাধ্যায়ের লেন্সে বিভিন্ন মুডে ধরা দিয়েছেন সত্যজিৎ রায়, ১০১টি ছবি বেছে বই সাজালেন অনির্বাণ মিত্র
তারাপদ বন্দ্যোপাধ্যায়ের লেন্সে বিভিন্ন সময়, বিভিন্ন মুডে ধরা দিয়েছেন সত্যজিৎ রায়। সেরকম ১০১টি সাদা কালো ছবি বেছে নিয়ে বই সাজিয়েছেন অনির্বাণ মিত্র। বিভিন্ন লেখা দিয়ে বইটিকে সাজিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের আধিকারিক গৌরী বসু।