Anis Khan Brother: আনিসের ভাইয়ের ওপর দু’বার হামলা, নিষ্ক্রিয় পুলিশ, দাবি পরিবারের
Continues below advertisement
আমতার প্রতিবাদী ছাত্রনেতা আনিস খানের খুড়তুতো ভাইকে ধারাল অস্ত্রের কোপ! খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গভীর রাতে আমতায় নিজের বাড়িতেই আক্রান্ত আনিসের ভাই সলমন। গুরুতর জখম ওই যুবক হাসপাতালে চিকিত্সাধীন। আনিসের মৃত্যুতে বিচার চেয়ে সরব হওয়াতেই হামলা বলে অভিযোগ আক্রান্তের পরিবারের। আক্রান্তের পরিবারের দাবি, এর আগেও আনিসের ভাইয়ের ওপর দু’বার হামলা হয়। অভিযোগ জানানো সত্ত্বেও আমতা থানা নিষ্ক্রিয় ছিল বলে দাবি। হাসপাতালে গিয়ে আনিসের ভাইয়ের বয়ান রেকর্ড করেছে পুলিশ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Continues below advertisement
Tags :
Salman Khan Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE BJP Howrah ABP Ananda Digital ABP Ananda Anis Khan Death ) Politics ABP Ananda Bengali News Anis Khan Death Controversy