Anish Death Case: দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আনিস খানের দেহ তুলতে গিয়ে গ্রামবাসীদের বাধায় ফিরতে হল বাহিনীকে। Bangla News

Continues below advertisement

SIT এর তরফ থেকে জানানো হয়েছিল আনিসের (Anish Khan) দেহ ফের ময়নাতদন্ত (Post Mortem) হবে। সেই মত আজ তাঁর দেহ তুলতে আসে SIT সদস্যরা। আনিসের বাবা জানান, সোমবার ময়নাতদন্তের কথা। কিন্তু SIT এর সদস্যরা যখন ভোরবেলা আসেন তখন গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram