Lake Kali Bari: সাড়ম্বরে অন্নপূর্ণা পুজো হল লেক কালীবাড়িতে | ABP Ananda LIVE
Continues below advertisement
চৈত্র মাসের শুক্লা অষ্টমীতে বাংলার ঘরে ঘরে অন্নপূর্ণা (Annapurna Puja) আরাধনার আয়োজন। সাড়ম্বরে পুজো হল লেক কালীবাড়িতে (Lake Kalibari)। দুর্গাপুজোর মতোই দেবীর চক্ষুদান, ভোগারতি, পুষ্পাঞ্জলির পর ভোগ ও প্রসাদ বিতরণ করা হয়।
Continues below advertisement