NIA Investigation : বাংলার আরও এক মামলায় তদন্তভার কেন্দ্রীয় এজেন্সির হাতে, কটাক্ষ বিরোধীদের
রাজ্য়ে আরও একটি ঘটনার তদন্তভার গেল কেন্দ্রীয় এজেন্সির হাতে। ২০২১ থেকে এখনও অবধি এরাজ্য়ের বিভিন্ন ঘটনার তদন্তে প্রায় ১২৮টি মামলা রুজু করেছে সিবিআই, ইডি, এনআইএ-র মতো কেন্দ্রীয় এজেন্সি। সেই তালিকা আরও দীর্ঘ হওয়ার পর, বিরোধীরা কটাক্ষের সুরে বলছে, এটা রাজ্য় পুলিশের ওপর অনাস্থার বহিঃপ্রকাশ। যদিও, এই অভিযোগে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।