STF Kolkata: মধ্যপ্রদেশের খাণ্ডোয়া থেকে আরও এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের STF

Continues below advertisement

মধ্যপ্রদেশের খাণ্ডোয়া থেকে আরও এক সন্দেহভাজন আইএস জঙ্গি গ্রেফতার। তৃতীয় সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতের নাম আবদুল রকিব কুরেশি। তার কাছ থেকে উদ্ধার হয়েছে পেন ড্রাইভ, মোবাইল ফোন। রকিব কুরেশি একসময় নিষিদ্ধ সংগঠন সিমি-র সদস্য ছিল। মহম্মদ সাদ্দামের সঙ্গে যোগাযোগ রাখার জন্যই গ্রেফতার, দাবি এসটিএফের।

গরুপাচার মামলায় এবার সিবিআই-এর নজরে অনুব্রত মণ্ডলের বাড়ির পরিচারক বিজয় রজক ও মেয়ে সুকন্যার গাড়ি চালক তুফানকে। আজ নিজাম প্যালেসে দুজনকেই তলব করা হয়েছে। বিজয় অনু্ব্রতর পরিচারক হলেও, লাভপুর কলেজের অশিক্ষক কর্মচারী। এর আগেই চার্জশিটে সিবিআই দাবি করেছিল, গরু পাচারের কালো টাকা সাদা করতে, কর্মচারী, পরিচারক, ড্রাইভারদের নামে একাধিক ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট খোলা হয়েছিল। সিবিআইয়ের দাবি, দুজনের অ্য়াকাউন্টে প্রচুর টাকা লেনদেন হয়েছে। সেই কারণেই ওই দু’জনকে ব্যাঙ্কের নথি নিয়ে নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই। এই ব্য়াঙ্ক অ্য়াকাউন্টের বিষয়ে কতটা জানতেন পরিচালক ও ড্রাইভার? বিপুল টাকা লেনদেনের ব্য়াপারে কী কী তথ্য় জানতেন? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে কেন্দ্রীয় এজেন্সি।

কংগ্রেস এর ভারত জড়ো যাত্রা, এ রাজ্যে আজ ১৪ তম দিন, গত ২৮ সে ডিসেম্বর থেকে গঙ্গাসাগর থেকে শুরু হয়ে আজ ভারত জড়ো যাত্রা অধীর-গড় মুর্শিদাবাদে।

তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা-এর পর এবার ভারত জোর যাত্রার প্রশংসায়ে তৃণমূল-এর বিধায়ক  চিরঞ্জিৎ চক্রবর্তী, বিনোবা ভাবের পদযাত্রার সঙ্গে তুলনা, অস্বস্তিতে দল ।

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram