12 Tar Breaking: মধ্যপ্রদেশের খাণ্ডোয়া থেকে আরও এক সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করল এসটিএফ
কামারহাটিতে বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। বিস্ফোরণে ২ জন জখম, জানিয়েছে পুলিশ। আহতদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী থেকে বিস্ফোরণ এখনও জানা যায় নি।
মধ্যপ্রদেশের খাণ্ডোয়া থেকে আরও এক সন্দেহভাজন আইএস জঙ্গি গ্রেফতার। তৃতীয় সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতের নাম আবদুল রকিব কুরেশি। তার কাছ থেকে উদ্ধার হয়েছে পেন ড্রাইভ, মোবাইল ফোন। রকিব কুরেশি একসময় নিষিদ্ধ সংগঠন সিমি-র সদস্য ছিল। মহম্মদ সাদ্দামের সঙ্গে যোগাযোগ রাখার জন্যই গ্রেফতার, দাবি এসটিএফে।
বিজেপি শাসিত মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক সন্দেহভাজন আইএস জঙ্গি। কলকাতা থেকেই হয়ত মধ্যপ্রদেশে গিয়েছিল ওই সন্দেহভাজন জঙ্গি, মন্তব্য সুকান্ত মজুমদারের। 'কলকাতা পুলিশের এসটিএফ সচল হয়েছে দেখে ভাল লাগছে'। 'আগে তো অন্য রাজ্যের পুলিশ এসে এরাজ্যে গ্রেফতার করত'। মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
কাঁথির রাঙামাটি শ্মশানে টেন্ডার দুর্নীতি মামলায়, কাঁথি থানার IC-কে সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এবার মামলার তদন্তকারী অফিসার-সহ তিনজনকে তলব করল সিবিআই। তলব অনুযায়ী আজ নিজাম প্যালেসে হাজিরা দেন কাঁথি থানার দুই অফিসার। ঘণ্টাদুয়েক জিজ্ঞাসাবাদের পর তাঁরা নিজাম প্যালেস থেকে বেরিয়ে যান। আগামীকাল কাঁথির রাঙামাটি শ্মশানে টেন্ডার দুর্নীতি মামলার তদন্তকারী অফিসারকে তলব করা হয়েছে।
বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিচারপ্রক্রিয়ায় অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের। বিচারপতি মান্থার এজলাসের বিচারপ্রক্রিয়ায় বিরত থাকার সিদ্ধান্ত হাইকোর্টের আইনজীবীদের সংগঠনের। সাধারণ সভার মাধ্যমে সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের ।বর্তমান পরিস্থিতিতে আদালতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত, দাবি আইনজীবীদের।সিদ্ধান্ত সম্পর্কে অবগত করা হয়েছে প্রধান বিচারপতিকেও। এই সিদ্ধান্ত বেআইনি, দাবি বার অ্যাসোসিয়েশনের একাংশর। কারণ সাধারণ সভায় সভাপতি, সহ সভাপতি এবং সম্পাদক উপস্থিত ছিলেন না