Narendrapur News: নরেন্দ্রপুরে সাহিদ মণ্ডলকে খুনের ঘটনায় আরও একজন গ্রেফতার | ABP Ananda LIVE

Narendrapur News:  নরেন্দ্রপুরে ব্যবসায়ী সাহিদ মণ্ডলকে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ২। বিনয়কৃষ্ণের গড়িয়া স্টেশনের সন্ধ্যাবাজারে দোকান রয়েছে। গড়িয়ার বোয়ালিয়ায় ভাড়াবাড়িতে থাকত বিনয়কৃষ্ণ। পুলিশের দাবি, ধৃত বিনয়কৃষ্ণ দাস টিপার হিসেবে কাজ করেছিল। শাহিদের কাছে টাকা থাকার খবর এবং শাহিদের গতিবিধি সংক্রান্ত তথ্য সেই পৌঁছে দিয়েছিল দুষকৃতীদের কাছে। যদিও মৃতের পরিবারের দাবি, CBI তদন্তের দাবিতে তারা কলকাতা। হাইকোর্টের দ্বারস্থ হওয়ায়, চোখে ধুলো দিতেই দেড়মাসের মাথায় পুলিশের এই গ্রেফতারি। গত ১৪ অগাস্ট, বাড়ির সামনে গুলি করে খুন করা হয় বছর ২৬-এর শাহিদ মণ্ডলকে। শুক্রবার কুলতলির মেরিগঞ্জের বাসিন্দা অভিজিৎ নস্করকে প্রথম গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় আরও একজনের খোঁজে তল্লাশি চলছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola