Rail blockade: হাওড়া-বর্ধমান মেন লাইনে হুগলির খন্যান স্টেশনে ফের রেল অবরোধ। প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে অবরোধ চলছে। Bangla News
হাওড়া-বর্ধমান মেন লাইনে হুগলির খন্যান স্টেশনে ফের রেল অবরোধ। প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে অবরোধ চলছে। ভোগান্তির শিকার অন্য যাত্রীরা। মেমারি স্টেশনে আটকে পড়েছে ডাউন বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার, ডাউন সিউড়ি-শিয়ালদা প্যাসেঞ্জার, রসুলপুর স্টেশনে আটকে লোকাল ট্রেন। আদি সপ্তগ্রাম স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস।শক্তিগড়ে রেললাইনে কাজ চলায় বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। নিত্যযাত্রীদের অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে গতকাল পূর্ব রেলের তরফে প্রতিশ্রুতি দেওয়া হলেও, বাড়ানো হয়নি স্পেশাল ট্রেনের সংখ্যা। এর প্রতিবাদে আজ সকাল ৭টা ১০ থেকে খন্যান স্টেশনে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Tags :
Howrah Bangla News Bangla News Live Rail Blockade Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News